কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে চালককে ছুরিকাঘাতে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৩ জুন) সকালে আব্দুল আজিজ (২২) নামে এক চালকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপালের মর্গে পাঠানো হয়। সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন। নিহত আব্দুল আজিজ ওই উপজেলার পাহাড়তলী এলাকার মৃত কেফায়েত উল্লার ছেলে। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে টমটম নিয়ে বাসা থেকে বের হয় আজিজ। প্রতিদিন রাত ১০টায় বাড়ি ফিরলেও সেদিন ফিরেননি। […]