কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং শামলাপুর পাহাড়ি রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ আটজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঘটেছে এ ঘটনা। অপহরণকারীদের কবল থেকে কৌশলে পালিয়ে আসা আবদুল্লাহ নামে একজন জানান, তিনটি সিএনজি অটোরিকশা করে চালকসহ মোট ৮ জন শামলাপুর থেকে হোয়াইক্যং আসছিল। পাহাড়ি রাস্তায় কুদুম গুহা নামক স্থানে অস্ত্রধারী দুর্বৃত্তরা তাদেরকে গহীন পাহাড়ে নিয়ে যায়। কিছুদূর গিয়েই সে কৌশলে পালিয়ে আসতে সক্ষম হন। অপর সাতজনকে অপহরণকারীরা নিয়ে যায়। ঘটনা জানাজানি হলে পুলিশ দ্রুত শত শত গ্রামবাসীসহ […]