খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দুর্গম ধনপাতাছড়া ও নাড়াইছড়ির মধ্যবর্তী এলাকায় পোষ্যহাতির আক্রমণে মো. মোগন (৫৫) নামে এক মাহুতের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুলাই) দুর্গম এলাকা থেকে বিজিবি ও স্থানীয় লোকজন নিহত মাহুতের ছিন্ন ভিন্ন লাশ উদ্ধার করে। নিহত মো. মোগন রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার আব্দুল মালেকের ছেলে। তিনি পোষ্যহাতির মাহুত হিসেবে কাজ করতেন। খাগড়াছড়ির দীঘিনালার জঙ্গলে নিজাম উদ্দিন নামের একব্যক্তির পোষ্যহাতির মাহুত হিসেবে তিনি এর দেখাশোনা করতেন বলে জানা গেছে। […]