কক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকায় মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলন সরবরাহে ব্যবহৃত দুইটি ডাম্পার গাড়ি (মিনি পিকআপ) ও স্কেভেটর জব্দ করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার, উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের ব্যাপারে […]