জন্মের সময় মাকে হারানো পাঁচ দিন বয়সি হাতি শাবকটি এখনও ঝুঁকিমুক্ত নয়। কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের হাসপাতালে সার্বক্ষণিক নজরদারিতে রেখে তাকে প্রাণপণ পরিচর্যা দেওয়া হচ্ছে। গত ৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় টেকনাফের হোয়াইক্যং বিটের হরিখোলা বুরাবুনিয়া নামক স্থানে দলছুট গর্ভবতী বন্য হাতি একটি শাবক বাচ্চা প্রসব করে। প্রসবকালীন হাতিটি যন্ত্রণা ও অতিরিক্ত রক্তক্ষরণে ওই দিন বেলা ৩টায় মারা যায়। খবর পেয়েই কক্সবাজার দক্ষিণ বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা জহিরুদ্দিন মোহাম্মদ মিনার চৌধুরী কয়েকজন সহকর্মী নিয়ে ঘটনাস্থলে […]