সাগরে তখন প্রচণ্ড বাতাস আর ভাটার স্রোত। ঠিক সে সময় সাম্পান চালানোর দায়িত্বে ছিল প্রবীণ জেলে সিরাজ। হঠাৎ ঢেউ আর স্রোতের তোপে পড়ে অপর আরেকটি ফিশিং ট্রলারের বসানো খুটা জালের ভেতর ঢুকে যায় সাম্পানটি। মুহূর্তেই সাগরে ছিটকে পড়েন ৬ জেলে।এভাবে সাম্পান ডুবে জেলে নিখোঁজের ঘটনার বর্ণনা দিচ্ছেন জীবিত ফেরা জেলে দেলোয়ার। শনিবার (১৪-ডিসেম্বর) রাতে কুতুবদিয়া উপক‚লের অদূরে দুর্ঘটনার শিকার সেই সাম্পানে কর্মরত ৬ জেলের একজন তিনি। জাল ধরে সাগরে প্রায় ৪ ঘণ্টা ভাসার পর ভোরে কাপড়ের সিগন্যাল দেখে মহেশখালীর […]