গভীর নিম্নচাপ ও সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে টানা ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। বিদ্যুৎ না থাকায় বিশুদ্ধ পানির সংকট সৃষ্টি হয়েছে। জানা যায়, ছনুয়া এলাকায় গত বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ না থাকার ফলে মোবাইলে চার্জ দেয়া সম্ভব হচ্ছে না। এলাকায় চাপা কল না থাকায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ডিপ টিউবওয়েল থেকে পানি উত্তোলন করা যাচ্ছে না। শত শত পরিবার দূর-দূরান্ত থেকে জেনারেটরচালিত টিউবওয়েল থেকে টাকা দিয়ে খাবার পানি সংগ্রহের […]