ঘড়ির কাঁটা তখন রাত ১০টা ২৫ মিনিটের ঘরে। মঙ্গলবার রাতের এই সময়ে কক্সবাজার থেকে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস ট্রেন এসে পৌঁছায় লোহাগাড়ার চুনতি অভয়ারণ্য এলাকায়। হঠাৎ চালকের চোখে পড়ে রেললাইনে দাঁড়িয়ে আছে হাতির পাল। চালক দ্রুত ব্রেক চেপে হাতির পাল যেখানে অবস্থান করছিল, তার ঠিক আগে গিয়ে থামিয়ে দেন ট্রেন। ট্রেনচালকের বিচক্ষণতায় শেষ পর্যন্ত রক্ষা পায় হাতির পাল। তবে ট্রেনের একটানা হুইসেলে ‘বিরক্ত’ হয়ে একটি হাতি ট্রেনের বগিতে ধাক্কা দিয়েছে। কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেস ওই ট্রেনের ১৭টি […]