টেকনাফের হ্নীলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। যার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পেয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলে পাড়া সীমান্তের নাফ নদীতে বিজিবির একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে নদী সাঁতরিয়ে […]