আর্জেন্টিনা আবারও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন। ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কেবল কোপাই নয়, নিশ্চিত করল ঐতিহাসিক এক ট্রেবল। কোপা-বিশ্বকাপ-কোপা। লাতিন আমেরিকার আর কোনো দেশের নেই এমন অর্জন। লাতিন শ্রেষ্ঠত্বের শিরোপা জেতার পর আজ সোমবার (১৫ জুলাই) লিওনেল মেসি মঞ্চে উঠলেন ট্রফি নিতে। ট্রফি নিতে এসে হঠাৎই দাঁড়িয়ে পড়লেন তিনি। এরপর এমন এক কাণ্ড করলেন, যাতে মেসির প্রতি শ্রদ্ধা বাড়তে বাধ্য। নেতা হিসেবে পুরো দলকে দারুণ উজ্জীবিত করেন সবসময়। শেষ বেলায় সতীর্থদের দিলেন আলাদা সম্মান। মঞ্চে ডাকলেন অ্যাঞ্জেল ডি মারিয়া […]