ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে সামরিক বাহিনীর গাড়িবহরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পাঁচ সেনা নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। সোমবার বিকেলে কাঠুয়া জেলার প্রত্যন্ত মাছেদি এলাকায় হামলার এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই সময় সেনাবাহিনীর গাড়িবহরটি মাছেদি-কিন্ডলি-মালহার সড়কে নিয়মিত টহলে ছিল। হামলার ঘটনাটি ঘটেছে কাঠুয়া জেলা শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে। ভারতীয় এক কর্মকর্তা জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীরা ওই গাড়িবহরে থাকা সেনাবাহিনীর একটি ট্রাককে লক্ষ্যস্থল করে চোরাগোপ্তা হামলা চালায়। ট্রাকে একটি গ্রেনেড ছোড়ার পর গুলিবর্ষণ করে। স্থানীয় […]