দেশের বেসরকারি আইসিডিগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রাইভেট আইসিডির ক্ষেত্রে কোম্পানি কর হার ২০% বা ২৭ দশমিক ৫% থেকে কমিয়ে ১০% নির্ধারণের প্রস্তাব জানিয়েছেন আইসিডি মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোর্টস এসোসিয়েশনের (বিকডা) সভাপতি নুরুল কাইয়ুম খান। আসন্ন জাতীয় বাজেট ২০২৪-২০২৫ প্রসঙ্গে পূর্বকোণ প্রতিনিধির সাথে ‘বাজেট ভাবনা’ আলোচনায় তিনি এই প্রস্তাবের কথা জানান। তিনি বলেন, বর্তমানে দেশের বেসরকারি আইসিডিগুলো প্রায় শতভাগ কনটেইনারবাহী রপ্তানি পণ্য এবং প্রায় ২৫ ভাগ কনটেইনারবাহী আমদানি পণ্য হ্যান্ডেল করছে। দেশের তৈরি পোশাক শিল্পের পুরোটাই অর্থাৎ […]