বয়স যখন মাত্র আট তখনই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। আচমকা হারান পরিবারের একমাত্র সম্বল প্রিয় বাবাকে। এরপর কোনো মতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ। কিন্তু অর্থের অভাবে পড়ালেখা থেমে যায় সেখানেই। পরিবারের হাল ধরতে তারপর শুরু করেন ওয়েব ডিজাইন শেখা। সেটিই তাকে নিয়ে গেল সফলতার শিখরে। একদিন অর্থের অভাবে যার পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল সেই তিনিই এখন অন্যদের অনুপ্রেরণা। কাজের জন্য একটা পুরনো কম্পিউটার কেনার সাড়ে পাঁচ হাজার টাকা জমাতে যাকে দিনের পর […]