নগরীর ব্যস্ততম এলাকা বহদ্দারহাট। কিন্তু এমন একটি এলাকায় সড়কের দু’ধারে ফুটপাতের অধিকাংশ জায়গা এখন হকারদের দখলে। বহদ্দারহাট মোড় থেকে শাহ আমানত সেতু সংযোগ সড়ক ও আরকান সড়কের প্রায় এক কিলোমিটার জায়গায় দু’ধারে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করছে প্রায় দুই শতাধিক হকার। এতে প্রতিবন্ধকতা তৈরি করেছে সাধারণ মানুষ চলাচলে। সড়কটির দু’ধারে রীতিমতো মার্কেট বানিয়ে ফেলেছে তারা। ফলে একদিকে মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে, অপরদিকে বাড়ছে যানজটও। ভ্রাম্যমাণ দোকানগুলোতে পসরা সাজিয়ে বিক্রি হচ্ছে জুতা, কাপড়, সবজি, মাছ, ইলেকট্রনিক্স সামগ্রীসহ বিভিন্ন […]