শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী পার্কিংয়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া ইন্দোনেশিয়ান নাগরিকের গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের ব্যাগ ফেরত দেওয়া হয়েছে। ব্যাগটিতে ছিল গুরুত্বপূর্ণ নথি, সার্টিফিকেট, ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, গত ৩০ আগস্ট একটি ব্যাগ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী পার্কিংয়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে ব্যাগটি পার্কিং থেকে বিমানবন্দরের নিরাপত্তা শাখায় জমা করা হয়। দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তা পলাশ সাহা ও তারেক জিয়া উদ্দিন ব্যাগেজের স্ক্যানিং সম্পন্ন করান এবং তাতে কী কী রয়েছে […]