গত ২৫ মার্চ চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় মহাসড়কে সিএনজি অটোরিকশায় নিজ আসনে বসে আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া চালকের হৃদয়বিদারক দৃশ্য নাড়া দিয়েছিল গোটা দেশ। সেদিন যখন চালক আবদুস সবুর পুড়ে অঙ্গার হচ্ছিলেন, তখন আশাপাশে অনেকেই ছিলেন। কেউ ছিলেন ভিডিও করায় ব্যস্ত। কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কিভাবে পুড়ছে চালক সবুরের শরীর। এমন অবস্থায় সাহস করে চালকের জীবন বাঁচাতে নিজেদের জীবনবাজি রেখে এগিয়ে এসেছিলেন চারজন। চালক সবুরকে উদ্ধার করতে না পারলেও জ্বলন্ত সেই সিএনজি থেকে উদ্ধার করা হয় শিশু-নারীসহ তিন যাত্রীকে। অকুতোভয় […]