শিল্পের কাঁচামালে শুল্ক ছাড়, ব্যাংক ঋণ সহজ, ঝামেলাবিহীন ও ঝুঁকিমুক্ত করার নীতি চালু, অন্যান্য দেশের ন্যায় ব্যাংক ঋণের সুদ সিঙ্গেল ডিজিটে আনা, ব্যাংক ঋণের ক্ষেত্রে শিল্পকে অগ্রাধিকার দেওয়া, আয়করের রেয়াত দেওয়া ও তরুণদের জাতীয় অর্থনীতিতে কাজে লাগানোর সুযোগ রেখে নতুন বাজেট প্রণয়নে গুচ্ছ প্রস্তাবনা দিয়েছেন মোস্তফা-হাকিম গ্রুপ পরিচালক মো. সরওয়ার আলম। পূর্বকোণ প্রতিনিধির সঙ্গে ‘বাজেট ভাবনা’ নিয়ে আলোচনায় তিনি এসব বিষয় তুলে ধরেন। সরওয়ার আলম বলেন, দেশীয় শিল্প রক্ষায় বিদ্যুৎ গ্যাস পানির সরবরাহ নিরবচ্ছিন্ন হওয়া উচিত। শিল্পের কাঁচামালের উপর শুল্ক […]