ছদ্মনাম মো. শাহজাহান (১৬), চকবাজার এলাকার বাসিন্দা। মাদক মামলায় পাঁচ মাস আগে আটক হয়ে জেলে যায়। বাবাহীন দরিদ্র পরিবারের শাহজাহানের মামলা চালাতে অক্ষম তার মা রুমেলা বেগম। যে কারণে জামিনও হচ্ছে না তার। পরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থাপন করা লিগ্যাল এইড কর্নারের সাহায্যে জানতে পারেন তার কথা। তারপর আইনি সহযোগিতা পায় শাহজাহান। বর্তমানে তার মামলা লড়ছেন লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী। একমাস হলো সে জামিনও পেয়েছে। শুধু শাহজাহানই নয়, গত ১৬ মাসে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) চট্টগ্রাম জেলা অফিসের […]