সম্পূর্ণ মানবশরীরের জিন নকশা ‘জিনোম সিকোয়েন্স’ এবং স্পেসিফিক মিউটেশন বের করার জন্য বর্তমানে দেশ থেকে বহু নমুনা চলে যায় বিদেশে। যেটি খুব ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। সুখবর হচ্ছে- ব্যয়বহুল এ সেবা কম খরচেই মিলবে চট্টগ্রামে। শুধু তাই নয়, মলিকিউলার এন্ড জেনেটিক এবং হিস্টোপ্যাথলজি-সহ জটিল রোগের সকল পরীক্ষা নিরীক্ষাও করা সম্ভব হবে চট্টগ্রামে। গতকাল রবিবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়া চট্টগ্রামের প্রথম সুপার স্পেশালিটি ল্যাবরেটরিজ ‘এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডে’ মিলবে এসব সেবা। যেখানে সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং সহ খুব সহজে নির্ভুলভাবে অজানা রোগ নির্ণয় […]