দীর্ঘ অপেক্ষার পালা শেষ হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের অধীনে নির্মাণাধীন নগরীর আগ্রাবাদ এলাকার সিজিএস কলোনিতে ৯টি ২০ তলা ভবনের উদ্বোধন হচ্ছে আগামী অক্টোবরে। এরপরই এসব বহুতল ভবনের ৬৮৪টি ফ্ল্যাট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বরাদ্দ দেওয়া হবে। এতে চট্টগ্রামে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট অনেকটা কমে আসবে। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ পূর্বকোণকে বলেন, ‘সিজিএস কলোনিতে ৯টি ২০ তলা ভবনের নির্মাণ কাজ শতভাগ শেষ। এখন শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। আগামী অক্টোবরই […]