অনেক কীর্তিমানের শহর চট্টগ্রাম গর্বিত হলো আবার। চাটগাঁর মেয়ে সাবিলা সুলতান বাণী জিতলো ‘নতুন কুঁড়ি’ জাতীয় চ্যাম্পিয়নের মুকুট। ঐতিহ্যবাহী এই শিশু-কিশোর প্রতিযোগিতায় আবৃত্তি বিভাগে ‘খ’ শাখায় প্রথম স্থান অর্জন করেছে সে। নগরীর পূর্ব বাকলিয়ার ফজর আলী মুন্সি বাড়িতে বড় হওয়া বাণী পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অল্প বয়সেই পরিণত কণ্ঠে আবৃত্তির সুর ও কথনভঙ্গি দিয়ে বিচারক ও দর্শকদের মুগ্ধ করেছে সে। বাণীর এই উত্থানের পেছনে বড় ভূমিকা রয়েছে তার শিল্পী পরিবারের। মা রাবেয়া সুলতান নিজেও […]