কোনোটি ৭ দশমিক ৫ ফুট লম্বা আর দেড় ফুট চওড়া। কিছু আবার আরেকটু ছোট-দৈর্ঘ্য ৪ দশমিক ৫ ফুট, চওড়া ওই দেড়ফুটই। দেখতে অনেকটাই চৌবাচ্চার মতো। একটা দুটো নয় চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল-শাহ আমানত সেতু সড়কের করমপাড়া মোড় থেকে চান্দগাঁও থানা পর্যন্ত প্রায় চারশ মিটার সড়কের দুই পাশে ফুটপাতের ওপর বসানো হয়েছে এমন কংক্রিট আর টাইলসে মোড়ানো ৮৫টি চৌবাচ্চা। শহরকে সুন্দর আর সবুজ করার পরিকল্পনায় ২০২৩ সালের মাঝামাঝিতে এগুলো তৈরি করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। কিছুদিনের মধ্যে মাটি ভরে গাছও […]