চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

চট্টগ্রাম

ব্লাড ক্যান্সার বা রক্তের ক্যান্সার কি? আমাদের শরীরে হাড়ের গভীরে (প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রধানত কশেরুকা ও নিতম্বের হাড়ের দুই প্রান্তে) থাকা বোন ম্যারো বা অস্থিমজ্জা নামক জেলিসদৃশ দানাকৃতির অংশ হতে রক্তের কোষ কনিকা তথা লোহিতকনিকা, শ্বেতকনিকা ও অনুচক্রিকা তৈরী হয়। লোহিতকনিকা, শ্বেতকনিকা ও অনুচক্রিকা শরীরের প্রত্যেক অঙ্গের কোষকলায় যথাক্রমে হিমোগ্লোবিন সংযুক্ত অক্সিজেন সরবরাহের মাধ্যমে এটিপি উৎপাদন করে জীবনী শক্তির সঞ্চার করে, পরিবেশে অবস্থিত জীবাণুর সংক্রমন প্রতিরোধ ও প্রতিনিয়ত মৃদু আঘাতপ্রাপ্ত ক্ষুদ্রাদিক্ষুদ্র রক্তনালীর অস্বাভাবিক রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করে। এসব রক্তকনিকার মধ্যে শ্বেতকনিকা […]

৬ জুলাই, ২০২৪ ০২:১৫:০৮,

৫ জুলাই, ২০২৪ ১১:৫৪:৪৬