চট্টগ্রাম রবিবার, ০৫ মে, ২০২৪

সর্বশেষ:

ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করছে চীন

২১ জানুয়ারি, ২০২০ | ৫:০০ পূর্বাহ্ণ

একবারের বেশি ব্যবহারযোগ্য নয় এমন প্লাস্টিক ব্যাগ ও অন্যান্য পণ্যের ব্যবহার দেশজুড়ে কমানোর বড় ধরনের পরিকল্পনা করেছে চীন। এর আওতায় চলতি বছরের মধ্যেই অ-পচনশীল একবার ব্যবহারযোগ্য ব্যাগ দেশের প্রধান প্রধান শহরে নিষিদ্ধ করা হবে।আর ২০২২ সাল নাগাদ এসব ব্যাগ নিষিদ্ধ হবে বাদবাকি সব শহর ও নগরে। চীনের রেস্টুরেন্টগুলোতেও ২০২০ সালের শেষ নাগাদ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক স্ট্র ব্যবহার নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে বিবিসি। রেস্টুরেন্ট শিল্প সংশ্লিষ্টদেরকে ব্যবসায় সবধরনের সিঙ্গেল-ইউজ প্লাস্টিক সরঞ্জাম ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়াও হোটেল ব্যবসায়ীদেরকে ২০২৫ সালের মধ্যে বিনামূল্যের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য দেওয়া বন্ধ করতে বলা হয়েছে।

শেয়ার করুন