চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিআইইউ ইংরেজি সাহিত্যের নাটক কবিতা নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা

বিজ্ঞপ্তি

২০ অক্টোবর, ২০১৯ | ৬:৩৪ অপরাহ্ণ

মঞ্চে ‘ম্যাকবেথ’ কিংবা ‘হ্যামলেট’ নাটকের জনপ্রিয় দৃশ্যগুলো যখন এক এক করে মঞ্চস্থ করছিলেন শিক্ষার্থীরা, ঠিক তখন পুরো হলরুমের সবকটি চোখ খুঁজে ফিরছিলো শেক্সপিয়ারকে। কখনো মুহুর্মুহু করতালি, আবার কখনো নীরবতা ভেঙে উচ্ছ্বাস। তবে কেবল শেক্সপিয়ার নন, ইংরেজি সাহিত্যের নানা দিকগুলো তুলে ধরতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ইংরেজি বিভাগে অনুষ্ঠিত হলো ‘বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা ২০১৯’।

স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস-এর অন্তর্ভূক্ত ইংলিশ ক্লাব সম্প্রতি নগরীর জামালখানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূচিতে শেক্সপিয়ারের নাটক মঞ্চস্থ করা ছাড়াও আরও ছিলো ইংরেজি কবিতা, আবৃত্তি, গান ও নৃত্য।

প্রধান অতিথির বক্তব্যে সিআইইউ’র উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, ইংরেজি সাহিত্যের সৃষ্টিশীল কর্মগুলো মানুষকে বরাবরই পথচলায় অনুপ্রেরণা যুগিয়েছে। এখানে ঠাঁই পেয়েছে জীবনবোধ লেখনী আর বাস্তবতার রূপায়ন। বিশেষ অতিথির বক্তব্যে স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, কাহিনী, সংলাপ আর শক্তিশালী চরিত্রগুলোর মধ্যে শিক্ষার্থীদের অনেক কিছু শেখার আছে।

অনুষ্ঠান আয়োজনের বিষয়ে ইংরেজি বিভাগের প্রধান সার্মেন রড্রিক্স বলেন, ইংরেজি সাহিত্যের কর্মগুলো নতুনদের কাছে তুলে ধরতে সিআইইউ’র ইংলিশ ক্লাব নিয়মিতভাবে এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এর মাধ্যমে তাদের জ্ঞানের ঝুলিকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করছি আমরা।
অনুষ্ঠানে কৃতি দুই শিক্ষার্থী বাবলু চন্দ্রনাথ ও কান্তা বড়–য়ার প্রাণবন্ত উপস্থাপন হলভর্তি দর্শকদের নজর কাড়ে। এতে শিক্ষকদের মধ্য থেকে গান পরিবেশন করেন প্রভাষক তাফরিহা তারান্নুম।

সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আরও যারা অংশ নেন তারা হলেন: ইসতিয়াক, নাবিল, শাকিকা, আয়শা, জুহিন, ফাহাদ, রনি, ওয়াসি, ফাতিমা, রাইয়ান, নিহাব, ফাহিম, আয়মান, অমিতাভ, ফয়সাল, মাফরুহা, সামি, তাহা, তাসকিন, ফারিজমা, আশিকা, নদী, বুশরা, রশনী, ফাবিহা, তাশরিন, সাথী প্রমুখ। -বিজ্ঞপ্তি।

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন