চট্টগ্রাম শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

স্পেনে ৮ ঘণ্টায় এক বছরের সমান বৃষ্টি, বন্যায় মৃত্যু ১৫৮

আন্তর্জাতিক ডেস্ক

১ নভেম্বর, ২০২৪ | ২:১২ অপরাহ্ণ

কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যার কবলে পড়েছে স্পেন। বন্যায় কমপক্ষে ১৫৮ জনের মৃত্যু হয়েছে। কেবল ভ্যালেন্সিয়াতেই ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পশ্চিমের কাস্টিলা-লা মাঞ্চায় আরও দু’জন এবং আন্দালুসিয়ায় একজন ব্রিটিশ নাগরিক মারা গেছেন। নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

 

উদ্ধারকারীরা আরও মরদেহ উদ্ধারের আশঙ্কা করছেন। এই দুর্যোগ মোকাবেলায় স্পেনের সহস্রাধিক সেনা সদস্য, আঞ্চলিক ও স্থানীয় জরুরি পরিষেবা কর্মীদের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

আবহাওয়াবিদরা বলছেন, মঙ্গলবার ভ্যালেন্সিয়ার কিছু অংশে আট ঘণ্টায় এক বছরের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার বলেছে, পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ভবন ও সেতু ভেসে গেছে। ভারী বর্ষণে এখনও দেশটির পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া অঞ্চল বিপর্যস্ত।

 

উদ্ধারকারীরা জীবিতদের খুঁজে বের করতে কাজ করছেন। বৃহস্পতিবার এক হাজার ২০০ জনের বেশি উদ্ধারকর্মী ড্রোনের সাহায্যে উদ্ধার অভিযানে অংশ নিলেও বৃষ্টির কারণে তারা ব্যর্থ হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে গিয়ে বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যতটা সম্ভব জীবন বাঁচানো।

 

বিবিসি বলছে, স্পেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভ্যালেন্সিয়ায় কমপক্ষে ১৫৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়া প্রদেশের পশ্চিমে অবস্থিত কাস্টিলা-লা মাঞ্চায় আরও দু’জনের এবং আন্দালুসিয়ায় একজন ব্রিটিশ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে রেকর্ড করা হয়েছে।

 

নদীর পানিতে তলিয়ে যাওয়ার পর ভ্যালেন্সিয়ার পাইপোর্টা শহরে এখন পর্যন্ত কমপক্ষে ৪০ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। মূলত আকস্মিক এই বন্যার ফলে পানিতে অনেক গাড়ি ভেসে যায়, গ্রামের রাস্তাঘাট নদীতে পরিণত হয়। তাছাড়া দেশটির অনেক রেললাইন ও মহাসড়কেও বিপর্যস্ত অবস্থার সৃষ্টি হয়।

 

সাম্প্রতিক বছরগুলোতে স্পেন এই ধরনের শরৎকালীন ঝড়ের কবলে পড়েছে। তবে গত কয়েকদিনের ধ্বংসযজ্ঞ আগের সব অবস্থাকে ছাড়িয়ে গেছে। দুর্গম অঞ্চলে এখনও অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন