চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

এক লাখ ১১ হাজার টাকা কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা

অনলাইন ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৪ | ৩:২৪ অপরাহ্ণ

আগামী বছরের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসুল্লি হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার জন এবং বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন। এবারও দুই প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ থাকছে।

হজ প্যাকেজ- ১ এ খরচ হবে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। যা গত বছরের চেয়ে প্রায় এক লাখ টাকা কম। আর প্যাকেজ-২ এ খরচ হবে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গত বছরের চেয়ে এবার অন্তত ১ লাখ টাকা ৯ হাজার ৪৫ টাকা কম থাকছে হজ প্যাকেজে।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করেন তিনি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন