চট্টগ্রাম শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে ছাত্রদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৪ | ৮:০৯ অপরাহ্ণ

ছাত্রলীগকে নিষিদ্ধ করা ও ২৪ ঘণ্টার মধ্যে সংগঠনটির নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় নগরীর জামালখান প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ শেষে তারা চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশের কার্যালয় ঘেরাও করেন।

 

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ বলেন, ছাত্রলীগ শিক্ষার্থী ও জনতার ওপর নির্বিচার গুলি চালিয়েছে। অনেক শিক্ষার্থীকে খুন করেছে। কাউকে কুপিয়ে জখম করেছে। ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় অনেক শিক্ষার্থী হাত-পা হারিয়েছেন। ফলে এ সন্ত্রাসী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে মিছিলকারীদের গ্রেপ্তার করতে না পারলে সিএমপি পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। গতকাল শুক্রবার গভীর রাতে গণহত্যায় জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছে। এখানে প্রশাসনের ব্যর্থতা আছে। দেশের স্বার্থে কাজ করুন। নয়তো আপনাদের বিরুদ্ধেও আমাদের আওয়াজ উঠবে।’

 

তিনি আরও বলেন, ‘তারা ভেবেছিল আমরা ঘুমাইয়া গেছি, তারা বুঝেনি আমরা তাদের গর্ত থেকে বের হওয়ার সুযোগ দিয়েছি। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই যারা এখনো খুনি হাসিনার পক্ষ নিয়ে, স্বৈরাচারের পক্ষ নিয়ে যারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত- তারা কোনো না কোনোভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।’

 

আরেক সমন্বয়ক জোবায়ের আলম বলেন, ‘প্রশাসনের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। প্রশাসন থাকার পরও ছাত্রলীগ মিছিল করেছে। অবিলম্বে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ, তারা গণহত্যা চালিয়েছে।’

 

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা নানা স্লোগান দেন। তারা ‘আমার ভাই কবরে/খুনি কেন বাইরে’, ‘আমার সোনার বাংলায়/ফ্যাসিস্টদের ঠাঁই নাই’, ‘আবু সাঈদ মুগ্ধ/শেষ হয়নি যুদ্ধ’, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা/হুঁশিয়ার সাবধান’—এ রকম আরও নানা স্লোগান দেন।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট