চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

পেঁয়াজের দাম কমলেও কমেনি আদার দাম

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২৩ | ১২:৩৯ অপরাহ্ণ

কদিন পরই কোরবানির ঈদ। এ ঈদের প্রধান উপকরণ বিভিন্ন রকম মসলা। সেই মসলার বাজারকে কেন্দ্র করে চলে নানারকম টালবাহানা। আকাশচুম্বী হয় মসলার বাজার। এবারও তার ব্যতিক্রম নয়। এক মাস আগে থেকেই বাজারে বেড়েছে মসলা জাতীয় সব পণ্যের দাম। যা এখনো স্থিতিশীল রয়েছে। তবে নানা কারণে ওঠানামা করছে আদার দাম। চলতি সপ্তাহে পেঁয়াজের দাম কমলেও চড়া দামে বিক্রি হচ্ছে আদা। গতকাল বৃহস্পতিবার নগরীর বিভিন্ন বাজারে নতুন আদার দাম ৩০০ টাকার উপরে বিক্রি হতে দেখা গেলেও কিছু পুরোনো আদা ২৮০ টাকা দামেও বিক্রি হচ্ছে।

এদিকে চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, দেশে আমদানির অর্ধেকের বেশি ছিল চীনা আদা। কিন্তু দুই মাসের বেশি সময় চীনের আদা আমদানি পুরোপুরি বন্ধ। বিকল্প হিসেবে মিয়ানমার থেকে স্থলবন্দর ও চট্টগ্রাম বন্দর দিয়ে আদা আসছিল। যে কারণে পাইকারি বাজারে আদার দাম কমেছে। ঈদের আগে আরো কমার সম্ভাবনা আছে। আজ (গতকাল) পাইকারি বাজারে উন্নতমানের আদা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। নি¤œমানের আদা বিক্রি হচ্ছে ১৯০ টাকায়।  চকবাজার কাঁচাবাজারের ব্যবসায়ী মো. মতিন বলেন, খুচরায় আদার দাম ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। কারণ পাইকারিতে আদার দাম কমেছে মাত্র কয়েক দিন পূর্বে। কিন্তু দোকানে যে আদাগুলো আছে সেগুলো বাড়তি দামে কেনা। তাই আমাদের আগের দামে বিক্রি করতে হচ্ছে। শাহজাহান মুছা নামের এক ক্রেতা বলেন, সব মসলার দামই বেড়েছে। যে কারণে কোরবানির জন্য আগের মত অল্পস্বল্প কিনেছি। আদা পচে যায় দেখে ঈদের আগে করে কিনি। শুনেছি আদার দাম কমেছে। কিন্তু বাজারে এসে দেখছি ভিন্ন চিত্র। আজকেও আদা বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। তাই আর কিনছি না। দাম বেশি বা কম যাই হোক ঈদের দু’একদিন আগেই কিনবো।

 

এদিকে পেঁয়াজের দাম কমে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। তবে তিন কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এছাড়া অপরিবর্তিত রয়েছে রসুনের দাম। প্রতিকেজি রসুন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। এছাড়া বাজারে অপরিবর্তিত রয়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ টাকায় এবং সোনালি ২৬০ টাকায়। ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট