চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে দুই হাজার ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২২ জুন) রিয়াজউদ্দিন বাজারের চৈতন্য গলি থেকে এসব পলিথিন জব্দ করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন।
তিনি জানান, পলিথিন বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রিয়াজউদ্দিন বাজারের চৈতন্য গলি থেকে আনুমানিক ২৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এসব পলিথিনের কারণে নদী দূষণ থেকে শুরু করে পরিবেশের বিপর্যয় নেমে আসছে।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা শাহজাদা মো. সামসুজ্জামান, পরিদর্শক মো. মনির হোসেন, সাখাওয়াত হোসাইন এবং চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
পূর্বকোণ/রাজীব/এএইচ