কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন ও কক্সবাজার জেলা পুলিশের সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ চার জনকে গ্রেপ্তার করেছে। রবিবার ভোর পর্যন্ত তাজনিমারখোলা ১৩ ও ১৯ ক্যাম্প এর সব ব্লকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ১৯ নং ক্যাম্পের আলী আহম্মদের ছেলে সোনা মিয়া (৫২), মোহাম্মদ হাসানের ছেলে করিম উল্লাহ (৩২), আবুল আলমের ছেলে ব্লক-সি/১ জানে আলম (২৭), ১৩ নং ক্যাম্পের ৫/ডি-ব্লকের মৃত ফকির আহমেদের ছেলে মো. সলিম উল্লাহ (৪২)।
৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত ৮ এপিবিএন তাজনিমারখোলা ১৩ ও ১৯ ক্যাম্পের বিভিন্ন ব্লকে অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামিদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/কায়সার/রাজীব/পারভেজ