চট্টগ্রাম বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

সাতকানিয়া সংবাদদাতা

১৪ জুন, ২০২৩ | ১০:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যা মামলা, সাজাপ্রাপ্ত, মাদক কারবারি, চুরি মামলাসহ বিভিন্ন মামলায় ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (১৩ জুন) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হল, জাহাঙ্গীর আলম লিটন (৩৭), সিরাজ মিয়া (৫৬), মো. নুরুল আমিন (৪৬), মোহাম্মদ তাহের সোহেল (৩১), মোছা. হামিদা বেগম (৩০), হাছিনা আক্তার (৩৭), রায়হানুর রহমান (৩৪), মো. জামাল উদ্দিন (৪৩), তারেকুল ইসলাম প্রকাশ ডাকাত তারেক (৩৩), আক্তারুজ্জামান (৪৬), মো. মফিজ (৩৬), মিনহাজ (২৭) ও ইউনুছ আহমদ (৩১)।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৩ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট