চট্টগ্রাম বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বান্দরবানে বন্যপ্রাণীর অভয়ারণ্য ঘোষণার সিদ্ধান্ত বাতিল দাবিতে মানববন্ধন

বান্দরবান সংবাদদাতা

১৪ জুন, ২০২৩ | ৬:২৫ অপরাহ্ণ

বান্দরবানে সাঙ্গু বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণার আদেশ বাতিল ও ১৩টি পাড়া উচ্ছেদ হওয়া থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বুধবার (১৪ জুন) সকালে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন হয়। এতে সাঙ্গু মৌজার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের সভাপতি হ্লা থোয়াই হ্লী মারমা, সাঙ্গু মৌজার হেডম্যান চ্যংপাত ম্রো, উক্যমং মারমা, তনয়া ম্রো প্রমুখ।

বক্তারা বলেন, বন্যপ্রাণীর অভয়ারণ্য ঘোষণা করা হলে সাঙ্গু মৌজার ১৩টি পাহাড়ি বাঙালি পাড়ার প্রায় সাড়ে ৫০০ পরিবার উচ্ছেদ হয়ে যাবে। বর্তমানে এই এলাকার মানুষ উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছে। অবিলম্বে অভয়ারণ্য ঘোষণার সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, বন ও পরিবেশ মন্ত্রণালয় ২০১০ সালে বান্দরবানের লামা উপজেলার সাঙ্গু মৌজার ৫৭৬০ একর ভূমি বন্যপ্রাণীর অভয়ারণ্য ঘোষণা করে। সম্প্রতি বনবিভাগ প্রকল্পটি বাস্তবায়ন শুরু করেছে।

 

পূর্বকোণ/এএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট