চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

শেয়ারবাজার খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা

পূর্বকোণ ডেস্ক

১৩ এপ্রিল, ২০২১ | ১০:৪৭ অপরাহ্ণ

লকডাউনে ব্যাংক খোলার সিদ্ধান্ত নেয়ায় শেয়ারবাজারেও লেনদেন চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে পহেলা বৈশাখ উপলক্ষে বুধবার (১৪ এপ্রিল) শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। এরপর বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে। বর্তমান সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শেয়ারবাজারে আড়াই ঘণ্টা লেনদেন হবে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার পহেলা বৈশাখের বন্ধ থাকায় শেয়ারবাজারে লেনদেন হবে না। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চলবে। এই লেনদেনে বন্ধ থাকবে প্রি-ওপেনিং। তবে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

পূর্বকোণ / আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট