চট্টগ্রাম বুধবার, ০১ মে, ২০২৪

সপ্তাহের শেষে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

অনলাইন ডেস্ক

৪ মার্চ, ২০২১ | ১:৫৬ অপরাহ্ণ

সারাদেশে সপ্তাহের শেষে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস। এছাড়া সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও বৃহস্পতিবার (৪ মার্চ) শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা এবং কমতে পারে রাতের তাপমাত্রা ।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি একটা অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট