চট্টগ্রাম শনিবার, ১১ মে, ২০২৪

আকাশে উল্কাবৃষ্টির দেখা মিলবে বুধবার রাতে

পূর্বকোণ ডেস্ক

২১ এপ্রিল, ২০২০ | ৭:১০ অপরাহ্ণ

মহাজাগতের অনেক ঘটনায় পৃথিবীর মানুষের কাছে বিস্ময়কর। সেসব ঘটনার মধ্যে উল্কাবৃষ্টি অন্যতম। বিশ্ববাসী সেই বিস্ময় ঘটনা ঘটতে চলেছে আগামীকাল বুধবার (২২ এপ্রিল)  রাত থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর পর্যন্ত। প্রতি ঘণ্টায় ২০ অথবা তারও বেশি সংখ্যক আলোর বিন্দু জ্বলে উঠতে দেখা যাবে আকাশে। প্রতিবছরই এই সময়ে উল্কাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়।

মহাকাশ বিজ্ঞানীদের মতে, এই সময়েই মহাকাশের ওই আবর্জনা স্তূপের পাশ দিয়েই ঘোরে পৃথিবী। আকাশ পরিষ্কার থাকলে এবারের উল্কাবৃষ্টি দেখা যাবে বাংলাদেশ থেকেও। আগামীকাল বুধবার রাত সাড়ে আটটা থেকেই শুরু হয়ে যাবে উল্কাপাত। তবে রাত যত বাড়বে উল্কা দর্শন আরও পরিষ্কার হবে। বুধবার মধ্যরাতেই উল্কাবৃষ্টি সবচেয়ে বেশি দেখতে পারবেন মানুষ।

জ্যোতির্বিজ্ঞানীরা জানায়, সারারাত ধরেই চলবে এই উল্কাপাত৷ ঘণ্টায় ২০টি উল্কাপাত ঘটতে পারে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। যেহেতু কোনও নির্দিষ্ট জায়গা থেকে দেখা যাবে কি যাবে না, তা বলা হয়নি তাই ধারণা করা হচ্ছে যে কোনও স্থান থেকেই দেখা যেতে পারে এই মহাজাগতিক দৃশ্য।

তথ্যসূত্র: নানা জ্যোতির্বিজ্ঞান ওয়েবসাইট থেকে।

 

পূর্বকোণ-আরজি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট