চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশকে সতর্কবার্তা ক্যাম্পবেলের

স্পোর্টস ডেস্ক

৭ মে, ২০১৯ | ১২:৩৫ পূর্বাহ্ণ

ত্রিদেশীয় সিরিজে দাপুটে এক জয়ে শুভ সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডকে ১৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস এখন উঁচুতে ক্যারিবীয়দের। এমন সূচনায় অন্যতম ভূমিকা ছিলো ওপেনার জন ক্যাম্পবেলের ১৩৭ বলে করা ১৭৯ রানের ঝড়ো ইনিংসের। ক্যাম্পবেল সতর্কবার্তা দিয়ে রাখলেন বাংলাদেশকেও। আজ বাংলাদেশের বিপক্ষে হতে যাওয়া দ্বিতীয় ম্যাচেও একই শুরুর অপেক্ষায় তিনি। শুধু ক্যাম্পবেল একা নন, আরেক ওপেনার শাই হোপকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৪৮ ওভারে দুজন বিদায় নেওয়ার আগে বিনা উইকেটে ৩৬৫ রান তুলেছেন। পরে ১৩৭ বলে ৬ ছক্কা ও ১৫ বাউন্ডারিতে ১৭৯ রানে ফিরে গেছেন ক্যাম্পবেল। তার অনুসারী ছিলেন হোপও। ১৫২ বলে বিদায় নেন ১৭০ রানে। উদ্বোধনী জুটিতে এমন বিশ্ব রেকর্ড গড়া ক্যাম্পবেল জানালেন বাংলাদেশের বিপক্ষেও একই রকম আগ্রাসী ব্যাটিংয়ের অপেক্ষায় তিনি, ‘কাল(আজ) পুনরায় সব দিক দিয়েই আমাদের কাজটা শুরু করতে হবে। তাই আমি সেরাটা দেওয়ার জন্যে মুখিয়ে আছি।’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া ক্যাম্পবেলের জায়গা হয়নি বিশ্বকাপ দলে। তারপরেও এমন ঝড়ো ইনিংস খেলার পর অনুভূতিটা কেমন ছিলো তার? উত্তরটা শুনুন তার মুখেই, ‘এখন কেমন বোধ করছি তা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আসলে কঠোর পরিশ্রমগুলোকেই এক করার চেষ্টা করছিলাম। মনে হচ্ছে হচ্ছে সেই পরিশ্রমই এখন ফল দেখাচ্ছে।’ হোপ ও ক্যাম্পবেল মিলে ঝড় বইয়ে দিলেও তাদের শুরুটা ছিলো শ্লথগতির। শুরুর দিকে অল্পের জন্য রান আউট থেকে বেঁচে যাওয়া ক্যাম্পবেল জানালেন সেই কথা, ‘আমাদের শুরুটা ছিলো ধীর গতির, এত সহজ শুরু ছিলো না প্রথমে। শুরুতে পিচ ব্যাটিংয়ের জন্য সহজ ছিলো না। কিন্তু ধীরে ধীরে দাঁড়িয়ে যাওয়ার পর মনে হয়েছে আমাকে সেভাবে কিছু করতে হবে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট