চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

অতীতের ‘ভুল’ নিয়ে ভাবছেন সাব্বির

স্পোর্টস ডেস্ক

২০ এপ্রিল, ২০২০ | ৩:৪০ পূর্বাহ্ণ

বিস্ফোরক ব্যাটসম্যানের তকমা নিয়েই জাতীয় দলে এসেছিলেন সাব্বির রহমান। নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিলেন। কিন্তু গত বছরটি এমনই হতাশাজনক কাটিয়েছেন, ভারত-পাকিস্তানের সঙ্গে কোন সিরিজেই ডাক পাননি। বাদ পড়েছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও। করোনার এই সময়টাতে কেমন কাটছে তার দিনকাল? সাব্বির জানালেন, রাজশাহীতে নিজের বাড়িতে বসেই অতীতের ভুলগুলো নিয়ে বেশি করে ভাবছেন তিনি। করোনার কারণে মাঠে এখন ক্রিকেট নেই। তাই ক্রিকেটারদের হাতে সময় অফুরন্ত। সাব্বিরও জানালেন তার ভাবনায় এসবই এখন ঘুরপাক খাচ্ছে খুব বেশি, ‘অবশ্যই, অতীত নিয়ে ভাবছি। এই সময়ে নিজেকে নিয়ে ভাবার সুযোগ পেয়েছি। কেউ বাদ পড়লে তার মর্মটা আরও ভালো করে বুঝা যায়। আমি কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছি, জাতীয় দল থেকে বাদ পড়েছি-এই মুহূর্তে আমি অনুভব করতে পারছি, কোথায় কোথায় আমার ভুল ছিল। সেইসব নিয়ে আমি কাজ করছি, চিন্তা করছি। ’ করোনাকালে বাকি সব কিছু বন্ধ থাকলেও ব্যক্তিগতভাবে উন্নতির সুযোগ দেখছেন সাব্বির। আশা করছেন হয়তো সুদিন দেখতে পাবেন সামনে, ‘মানুষের জীবনটা ভালো-খারাপ সময় মিলেই যায়। খারাপ সময় আসতে যেমন সময় লাগে না, আবার ভালো সময় আসতেও সময় লাগে না। আমার কাছে মনে হয় এই সময়টা (করোনাকাল) আমার কাছে শিক্ষণীয়। যেটা আমি কাজে লাগাচ্ছি পরিশ্রম করে। আশা করি সামনে শক্তভাবে ফিরে আসতে পারবো।’ সাব্বির এই সময়টা বাসায় বসে নষ্ট করছেন না। ছাদে বসেই শরীর থেকে অতিরিক্ত চর্বি খসিয়ে ফেলতে অনুশীলন করছেন। নিজেকে ফিট রাখার চেষ্টাই করছেন হার্ডহিটার এই ব্যাটসম্যান, ‘বাসায় বসে থেকে নিজেকে তৈরি করছি। মানসিকভাবে বলেন, শারীরিকভাবে- সবভাবেই নিজেকে প্রস্তুত করছি। যেন করোনোর প্রভাব কেটে গেলেই দ্রুত মাঠে নামতে পারি। ফিটনেসের যেন ঘাটতি না থাকে। তাই ছাদে বসে কাজগুলো করছি।’

শেয়ার করুন