চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

উচ্চ আদালতে মীর নাসিরের ১৩ বছর ও ছেলে হেলালের ৩ বছরের সাজা বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা অফিস

২০ নভেম্বর, ২০১৯ | ২:৫৪ পূর্বাহ্ণ

দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ১৩ বছরের কারাদ- ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের ৩ বছরের কারাদ-ের রায় বহাল রেখেছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিকালে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেয়। রায়ের কপি পাওয়ার ৩ মাসের মধ্যে নি¤œ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

২৭ কোটি ৯৪ লাখ ৯১ হাজার ৫০৬ টাকা অবৈধভাবে অর্জন এবং ২ কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন-দুদক মীর নাছিরের বিরুদ্ধে গুলশান থানায় ২০০৭ সালের ৬ মার্চ মামলা দায়ের করে। পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলের বিশেষ আদালত ২০০৭ সালের ৪ জুলাই মীর নাছিরকে ১৩ বছরের সাজা প্রদান করে। বিশেষ আদালতের ওই রায়ের বিরুদ্ধে মীর নাছির একই বছরের ১৩ নভেম্বর আপিল করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট