চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

রোজার ফরজ কয়টি ?

৮ মে, ২০১৯ | ২:৪৯ পূর্বাহ্ণ

ফোকাহায়ে কেরাম রোজার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ রুকন বা ফরজ দেখিয়েছেন। একটি হচ্ছে নিয়ত, দ্বিতীয়টি হচ্ছে পানাহার থেকে বিরত থাকা আর তৃতীয় ফরজ হলো সময়।
রোজা অবস্থায় জৈবিক চাহিদা থেকে শুরু করে সকল ধরণের পানাহার থেকে বিরত থাকতে হবে। আর নিয়ত অর্থাৎ সংকল্প করা বা ইচ্ছা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম (সা.) এরশাদ করেছেন, ‘যে ব্যক্তি রোজা রাখলেন অথচ সংকল্প করলেন না বা ইচ্ছা পোষণ করলেন না বা নিয়ত করলেন না, তাহলে তার রোজা শুদ্ধ হবে না।’ এজন্য প্রথমে নিয়ত করতে হবে। দ্বিতীয়ত সুবহে সাদিক হতে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত জৈবিক চাহিদা সম্ভোগ থেকে শুরু করে সকল ধরনের পানাহার থেকে বিরত থাকতে হবে। সর্বশেষ ফরজ হলো সময়। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত- এ সময়ের মাঝে সকল ধরনের পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থাকতে হবে।
তাহলে আমরা সিয়ামের তিনটি ফরজ পেলাম- একটি নিয়ত, দ্বিতীয়টি পানাহার থেকে বিরতি আর তৃতীয়টি সময় অর্থাৎ সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সময়ে সিয়াম পূর্ণ করতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট