চট্টগ্রাম বুধবার, ০৮ মে, ২০২৪

সর্বশেষ:

মাদকে খেল ১০ পুলিশের চাকরি

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২০ | ৮:০১ অপরাহ্ণ

ঢাকা মহানগর পুলিশের ১০ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। ডোপ টেস্টে মাদকাসক্তির প্রমাণ পাওয়ায় রবিবার (২২ নভেম্বর) তাদের চাকরিচ্যুত করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, গত বছর সেপ্টেম্বরে ডিএমপি কমিশনারের দায়িত্ব নেয়ার পরই পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার ঘোষণা দেন শফিকুল ইসলাম। এ পর্যন্ত ৬৮ জনের মাদক নেয়ার প্রমাণ পাওয়া গেছে। তাদের মধ্যে ৭ জন এসআই, একজন সার্জেন্ট, ৫ জন এএসআই, ৫ জন নায়েক এবং ৫০ জন কনস্টেবল। মাদকাসক্ত ওই ৬৮ জন পুলিশ সদস্যদের মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং ১৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। মামলা নিষ্পত্তি শেষে ওই ১৮ জনের মধ্যে ১০ জনকেই চাকরিচ্যুত করা হয়েছে।

জানা গেছে, শুধু মাদক সেবন নয়, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকা, মাদক দিয়ে জনসাধারণকে ফাঁসানো, উদ্ধার করা মাদক জব্দ তালিকায় কম দেখানোর মতো অভিযোগ রয়েছে এসব পুলিশ সদস্যদের অনেকের বিরুদ্ধে।

 

 

 

 

পূর্বকোণ/এম-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট