চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রৌমারি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অনলাইন ডেস্ক

২১ নভেম্বর, ২০২০ | ১২:২৩ অপরাহ্ণ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটয়িামারী সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।  

নিহত যুবকের নাম শাহীনুর রহমান চাঁদ (২৪)। তিনি খাটিয়ামাড়ী থেকে এলাকার আবুল হোসেনের ছেলে।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বালিয়ামরী সীমান্তে ১০৬২ ও ৬৩ সীমানা পিলারের কাছে হত্যাকাণ্ডটি ঘটে।

৩৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে ১২/১৩ জন চোরাচালানি সীমান্তে গরু পাচার করে আনার জন্য জড়ো হন। চোরাচালানি দলটি কাঁটাতারের বেড়ার কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় শাহীনুর রহমান চাঁদ গুলিবিদ্ধ হন। তার সঙ্গে থাকা অন্য চোরাচালানিরা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মুনতাছের বিল্লাহ জানান, রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাসিনুরের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট