চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনামুক্ত হলেন তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৫ অক্টোবর, ২০২০ | ২:১৩ অপরাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ড. হাছান মাহমুদ।

রবিবার (২৫ অক্টোবর) সকালে তার করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে ড. হাছান মাহমুদ করোনামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই পোস্টে তিনি লিখেছেন, “করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। যারা দোয়া করেছেন এবং পাশে ছিলেন সবার জন্য অনেক কৃতজ্ঞতা।”

গত ১৬ অক্টোবরের পরীক্ষায় পজিটিভ আসে তথ্যমন্ত্রীর। এরপর তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। তবে তার শারীরিক কোনো জটিলতা নেই।

তথ্যমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা জানান, করোনাকালীন প্রায় প্রতিদিনই সচিবালয়ে দাপ্তরিক কাজ করছিলেন তথ্যমন্ত্রী। তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায়ও মন্ত্রণালয়ের নথিপত্র স্বাক্ষর অব্যাহত রেখেছেন।

সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণকালের মেয়াদ বৃদ্ধি, চলচ্চিত্রের কাহিনীকার ও চিত্রনাট্যকারদের সম্মানী, রাশপ্রিন্ট অবলোকন, বিদেশি শিল্পী-কলাকুশলীদের আগমন, তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি, তথ্য অধিদফতর ও গণযোগাযোগ অধিদফতরের পদ সৃজন ও মঞ্জুরী, অধিদফতরগুলোর টিও অ্যান্ড ই-তে যানবাহন অন্তর্ভুক্তিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্র ইতিমধ্যেই স্বাক্ষর করেন মন্ত্রী।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট