চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

‘আলী বাবা’র তিন প্রতারককে গ্রেপ্তার

পূর্বকোণ ডেস্ক

১৩ অক্টোবর, ২০২০ | ৮:০২ অপরাহ্ণ

‘আলিবাবা’ গ্রুপের নামে ভূয়া পরিবেশক নিয়োগের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে রাজধানীর বারিধারা থেকে অভিযান চালিয়ে এই তিন প্রতারককে গ্রেপ্তার করেন র‍্যাব-১১-এর সদস্যরা । আজ মঙ্গলবার দুপুরে র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হল মেহেদী হাসান (২৮), তপন কুমার (৪৯) ও সাইফুল আলম (৪৫)।

অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী জানান, এই প্রতারক চক্র বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘আলিবাবা’কে নকল করে ফেসবুকে ‘আলিবাবা গ্রুপ’ নামে একটি পাতা খুলে প্রতারণা চালিয়ে আসছিল। এই পাতা ব্যবহার করে চক্রটি আলিবাবা ব্র্যান্ডের পণ্য বাজারজাত করার কথা বলে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে পরিবেশক নিয়োগ করে প্রচারণা চালিয়ে আসছিল। ফেসবুকে চটকদার বিজ্ঞাপনের প্রচারণা দেখে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ের ব্যবসায়ীরা আকর্ষিত হয়ে চক্রটির সঙ্গে যোগাযোগ করেন। রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় সুসজ্জিত অফিস ভাড়া নিয়ে চক্রটি ব্যবসায়ীদের ডেকে আনে। চক্রটি পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) লোগো ব্যবহার করে ভুয়া পণ্য দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। পরে  অফিস পরিবর্তন করে চম্পট দেয়।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট