চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাসপাতালের উপর আস্থার সঙ্কটে রোগী কমছে: কাদের

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২০ | ৬:৫১ অপরাহ্ণ

হাসপাতালগুলোতে রোগীদের আস্থা ফিরিয়ে আনতে পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১৮ জুলাই) জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত সরকারি বাসভবন থেকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, নানা কারণে হাসপাতালের উপর রোগীদের আস্থার সঙ্কট তৈরি হয়েছে। এ কারণেই রোগী কমছে। আপনারা রোগীদের আস্থা ফিরিয়ে আনুন, হাসপাতালমুখী হওয়ার পরিবেশ তৈরি করুন।’

এসময় কোরবানি ঈদে সমাগম এড়ানো না গেলে সংক্রমণ উচ্চ মাত্রায় পৌঁছে যাবে বলেও দাবি করেন মন্ত্রী। বলেন, ‘সংক্রমণের লাগাম টেনে ধরা যাচ্ছে না, নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা একদিন কমলে আবার পরদিন বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন ঈদে সমাগম এড়ানো না গেলে সংক্রমণ উচ্চ মাত্রায় পৌঁছে যাবে। তারপরও সরকার স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে গণপরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।’

সরকার অনুমতি দিলেও স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রায় প্রত্যেককে সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘পশুর হাট, লঞ্চ- বাস- ট্রেন স্টেশন, ফেরিঘাট, শপিং মলসহ বিভিন্ন জায়গায় আমাদের সামাজিক দূরত্ব মানার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মাস্ক পরিধান অবশ্যই করতে হবে। জীবনকে সুরক্ষা দেয়ার জন্য জীবিকা অর্জনে চলাচল যেন জীবনহানির ঝুঁকিতে না পড়ে সেদিকে আমাদের সর্বোচ্চ খেয়াল রাখার পরামর্শ দেন তিনি।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট