চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

অধস্তন আদালতের ২১ বিচারকসহ ৮৩ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

২১ জুন, ২০২০ | ৪:২১ অপরাহ্ণ

অধস্তন আদালতের ২১ বিচারক ও ৬২ কর্মচারীসহ করোনায় ৮৩ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

আজ রবিবার (২১ জুন) আইন মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ পরিচালিত করোনা মনিটরিং ডেস্কের ২০ জুন রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অধস্তন আদালতের মোট ৮৩ জন বিচারক ও কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে, আক্রান্ত বিচারকদের ইতোমধ্যে মধ্যে সুস্থ হয়েছেন ২ জন। আর আক্রান্ত কর্মচারীদের মধ্যে সুস্থ হয়েছেন নারায়নগঞ্জ জেলা জজ আদালতের অফিস সহায়ক আব্দুল বারি।সুস্থ হওয়া দুইজন বিচারক হলেন, নেত্রকোনার জেলা ও দায়রা জজ শাহজাহান কবির এবং মুন্সীগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান।

এছাড়া নওগাঁ জেলা জজ আদালতের মহিউদ্দিন মোহন নামের একজন অফিস সহায়ক করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তবে এখনও নমুনা রিপোর্টর রিপোর্ট পাওয়া যায়নি।

অন্যদিকে, মারা গেছেন মাদারীপুর জেলা জজ আদালতের জারীকারক কাওছার মিয়া।সূত্র: বাংলা ট্রিবিউন

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট