চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

করোনায় আক্রান্ত সাবেক প্রধান তথ্য কমিশনারের পরিবার

করোনায় আক্রান্ত সাবেক প্রধান তথ্য কমিশনারের পরিবার

নিজস্ব প্রতিবেদক

৫ জুন, ২০২০ | ৬:৩৩ অপরাহ্ণ

দিন দিন বাড়ছে করোনার হানা। সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও পড়ছেন এর কবলে। এবার সেই করোনায় স্ত্রী, ছেলেসহ পরিবারের পাঁচজন নিয়ে করোনায় আক্রান্ত হলেন সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান। তিনি নিজেই আজ শুক্রবার (৫ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক গোলাম রহমান জানান, আক্রান্তদের মধ্যে তার স্ত্রী নাইম আরা হোসাইনের শারীরিক অবস্থা ‘ভালো নয়’। তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে প্লাজমা থেরাপি দেয়ার প্রক্রিয়া চলছে। বাকি পুত্রবধূ ও এক গৃহকর্মীসহ আমরা চারজন বাসায় আইসোলেশনে আছি। আমাদের স্বাস্থ্যের অবস্থা মোটামুটি ভালো।

প্রসঙ্গত, গত ২৯ মে প্রথমে তার স্ত্রী নাইম আরা হোসাইনের করোনা আক্রান্ত হন। পরে পরিবারের অন্যান্য সদস্যদের পরীক্ষা করালে অধ্যাপক রহমানসহ পরিবারের আরও চারজনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।

 

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট