চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যু

অনলাইন ডেস্ক

৩০ মে, ২০২০ | ১২:৪৪ অপরাহ্ণ

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমামুল কবীর শান্ত মৃত্যুবরণ করেছেন। তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসেরও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

শনিবার (৩০ মে) সকাল ৭টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা লিলি ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি কোভিড-১৯ এরর লক্ষণ ও উপসর্গ থাকায় তাকে বেসরকারি কয়েকটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে সর্বশেষ সিএমএইচে ভর্তি করা হয়। আজ সকাল ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

ইমামুল কবীর শান্ত-মারিয়াম ফাউন্ডেশনেরও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট