চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ২২, সর্বোচ্চ আক্রান্ত ১৭৭৩
করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ২২, সর্বোচ্চ আক্রান্ত ১৭৭৩

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ২২, সর্বোচ্চ আক্রান্ত ১৭৭৩

অনলাইন ডেস্ক

২১ মে, ২০২০ | ২:৪৯ অপরাহ্ণ

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও সর্বোচ্চ ১ হাজার ৭৭৩ জনের শরীরে করোনাভাইরাসের লক্ষণ শনাক্ত করা গেছে।

আজ বৃহস্পতিবার (২১ মে)  দুপুর আড়াইটার দিকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও  ১০ হাজার ২৬২ জনের  নমুনা পরীক্ষায় ১ হাজার ৭৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এটি সর্বোচ্চ  আক্রান্তের রেকর্ড। দেশে এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫১১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪০৮ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯৫ জন। এ পর্যন্ত  সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০২ জন। মৃত্যু ২২ জনের মধ্যে পুরুষ ১৯ জন, নারী ৩ জন।

এর আগে, বুধবার (২০ মে) দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

পূর্বকোণ/ এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট