চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

গণস্বাস্থ্যে করোনার আরটি-পিসিআর পরীক্ষা শুরু হচ্ছে শনিবার

১০ এপ্রিল করোনা শনাক্তের কিট সরকারের হাতে তুলে দেবে গণস্বাস্থ্য কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

৬ এপ্রিল, ২০২০ | ১২:১১ পূর্বাহ্ণ

দেশের চিকিৎসা খাতের অন্যতম পথিকৃৎ গণস্বাস্থ্যকেন্দ্র করোনাভাইরাস শনাক্তকরণের কিট উৎপাদন করার জন্য কাজ করে আসছে। ইতিমধ্যে তাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইংল্যান্ড থেকে আগামী ৬ এপ্রিল কিট তৈরির কাঁচামাল দেশে আসবে। আগামী ১০ এপ্রিল সব ঠিক থাকলে সরকারের হাতে করোনাভাইরাস শনাক্তকরণের কিট তুলে দিবে গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। সরকারের পক্ষ থেকে আমাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। কিন্তু বিমান যোগাযোগ বন্ধ থাকায় লন্ডন থেকে কিট তৈরির মূল উপকরণ যথাসময়ে আনা সম্ভব হয়নি।

জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, চীনের কাঁচামাল আমরা আপাতত দিয়ে কিট তৈরির কাজ চালিয়ে যাচ্ছি। এখন সরকারের কাছে ওইসব রোগীর রক্ত চাইব। পরীক্ষায় সফল হলে শীঘ্রই কিট বাজারজাত করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট